খোকসায় আন্তঃজেলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:০১, ১৪ জুলাই ২০২৩ | আপডেট: ১৭:৪৫, ১৪ জুলাই ২০২৩
খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার বলেন, মাদক সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলার মাঠে আনতে পারলে শুদ্ধ ও পরিশোধিত যুব সমাজ প্রতিষ্ঠা করতে পারবো।
মাদকের করাল আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করতে খেলার মাধ্যমে সকলকে সমাজিক আন্দোলনে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, যুবকদের শরীর মন ও লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে নিয়মিত খেলাধুলা মাদক সহ অসামাজিক কার্যকলাপ থেকে ফিরায়ে রাখবে। উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে এ কাজটি করতে সহায়ক হবে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সুষ্ঠু সমাজ গড়ার প্রত্যয়ে মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ এবং অপরাধ প্রবণতা অগ্রাসনের প্রতিরোধে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে উপজেলা চেয়ারম্যান আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার(১২'জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওদুদ , শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ ,কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, এসি ল্যান্ড বিধান কান্তি হলদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। খোকসাতে এই প্রথম আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। সুষ্ঠু বিনোদনের লক্ষ্যে ক্রীড়া-মোদী হাজার হাজার দর্শকেরা রোদ বৃষ্টি উপেক্ষা করে মনোমুগ্ধকর পরিবেশে খেলা উপভোগ করেন ।
উদ্বোধনী খেলায় রাজশাহী জেলা একাদশ বাগেরহাট জেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
কেআই//
আরও পড়ুন